শনিবার ২৪ ডিসেম্বর দুপুরে কাউন্দিয়া বাগেরআক্রা শ্মশান ঘাটে তুরাগ পাড়ের জেলে ও বেদে জনগোষ্ঠীর সঙ্গে আরডিআরসি’র মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিভার এন্ড ডেল্টা রিসার্চ সেন্টার-আরডিআরসি’র চেয়ারম্যান ও নদী গবেষক মোহাম্মদ এজাজ, রিভার বাংলা’র সম্পাদক ফয়সাল আহমেদ, আরডিআরসি’র জি আই এস এক্সপার্ট মো. সাইফুল ইসলাম রাজু , রিসার্চ এসিস্টেন্ট মাহবুবুর রহমান রবিন, তুরাগ নদী সুরক্ষা কমিটির সদস্য সচিব মামুন অর রশীদ শুভ প্রমুখ। মতবিনিময় সভায় জেলে ও বেদে সম্পদোয়ের প্রায় শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। উন্মুক্ত এই সভায় উপস্থিত সকলেই তাদের পেশাগত ও সামাজিক বিভিন্ন সমস্যা নিয়ে মতামত…