জলবায়ু সংকট মানবসৃষ্ট, আমরা পরিবেশকে নষ্ট করছি : সুলতানা কামাল

বিশিষ্ট মানবাধিকার কর্মী সুলতানা কামাল বলেছেন, বর্তমানের যে জলবায়ু সংকট তা মানবসৃষ্ট। নানাভাবে আমরা পরিবেশকে নষ্ট করছি। সংরক্ষিত বনাঞ্চলগুলো বিভিন্ন লাভজনক প্রকল্পের আওতায় এনে প্রতিনিয়ত তা ধ্বংস করছি। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছি।  ১৭ নভেম্বর, শুক্রবার ঢাকায় অনুষ্ঠিত দুই দিনব্যাপি জলবায়ু ন্যায্যতার দাবিতে সমাবেশের প্রথম দিনের ‍উদ্ভোধনী আয়োজনে সভাপতির ভাষণে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, এই সমাবেশ থেকে নিজেদের করণীয় খুঁজে বের করে সে অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। জলবায়ু সংকটের জন্য দায়ি ধনী দেশগুলোকে জলবায়ু সংকট মোকাবেলায় যথাযথ উদ্যোগ গ্রহণে বাধ্য করতে সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। জলবায়ু…