নদ-নদী বাঁচাতে নওগাঁর ছোট যমুনায় নৌসমাবেশ 

 নদ-নদী বাঁচাতে নওগাঁর ছোট যমুনায় নৌসমাবেশ 

গত শুক্রবার [১৫ মার্চ ] নদ-নদী বাঁচাতে ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় নওগাঁর ছোট যমুনায় নৌসমাবেশ হয়েছে। বিশ্ব নদীকৃত্য দিবস উপলক্ষে স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ নওগাঁ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নওগাঁ শাখা এ আয়োজন করে। সকাল ১০টার দিকে শহরে ধোপাপাড়া পারঘাঁটি এলাকায় ছোট যমুনা নদীতে ঘণ্টাব্যাপী এ সমাবেশ হয়। নদীকৃত্য দিবসের এবারের প্রতিপাদ্য ‘নদী এবং নারী’। সমাবেশে সভাপতিত্ব করেন একুশে পরিষদ নওগাঁর সহসভাপতি মুকুল চন্দ্র কবিরাজ। বক্তব্য দেন সংগঠনটির উপদেষ্টা ময়নুল হক দুলদুল, শরিফুল ইসলাম খান, সজল কুমার চৌধুরী ও বিন আলী পিন্টু, সাধারণ সম্পাদক মেহমুদ মোস্তফা এবং বাপা…