ওয়াটার কিপার্স বাংলাদেশ, ব্রতী সমাজ কল্যাণ সংস্থা, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন, ইউএনডিপি ও রিভার বাংলাসহ নদী, পরিবেশ ও জলবায়ু সংক্রান্ত ২৭টি জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনের যৌথ আয়োজনে দু’দিনব্যাপী জলবায়ু ন্যায্যতা সম্মেলনের শেষ দিনে ৩৩দফা প্রস্তাবনা তুলে ধরা হয়েছে। প্রস্তাবনায় বলা হয়েছে, পরিবেশ ও কৃষি জমির ক্ষতি করে এমন উন্নয়ন প্রকল্প গ্রহণ বন্ধ করতে হবে। উন্নয়ন পরিকল্পনায় জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা জনগণের স্বার্থকে প্রাধান্য দিতে হবে এবং তাদের অংশ গ্রহণের নিশ্চিত করতে হবে। পরিবেশের জন্য ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ, নবায়ণযোগ্য জ্বালানীর ব্যবহার দ্রুত বৃদ্ধি করতে হবে। ১৮ নভেম্বর…