ভারতবর্ষে সব নদীকে জীবন্ত সত্বা হিসাবে ঘোষনা করা হোক 

ভারতবর্ষে

আমরা চাই শুধু গঙ্গা যমুনা নয় সব নদীকে জীবন্ত সত্ত্বা হিসাবে ঘোষণা করা হোক। তাই গতকাল ১৮ আগস্টের ঐতিহাসিক দিনে আমরা আত্রেয়ী পাড় থেকে সেই দাবী তুললাম। পনের আগস্ট নয় তিনদিন পর আঠারোই আগস্ট বালুরঘাট ভারতবর্ষের অন্তর্গত হয়েছিল। সেই দিনটাকে স্মরণ করে তার উপর নির্মিত ফিল্ম আঠারোই আগস্টের অভিনেতা- অভিনেত্রী, নির্দেশকরা ছিলেন। এতে যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে সেগুলো হল বালুরঘাট ও বালুরঘাট বাসীর জীবনে আঠারোই আগস্টের গুরুত্ব, নদীর অধিকার নিয়ে। এছাড়াও নদীকে পরিষ্কার ও দূষণমুক্ত রাখার বিষয়ে আলোচনা হয়। আমরা নিয়েছি নদীরক্ষার শপথ। আর শেষে সবাই মিলে গেয়েছি…