২৫ আগস্ট রবিবার তিস্তার পানির ন্যায্য হিসাব, নদী খনন, তীর সংরক্ষণ এবং লালমনিরহাট-কালমাটি-হারাগাছ-রংপুর মহাসড়কে সংযোগ সেতু নির্মাণের দাবিতে লালমনিরহাট শহরের মিশন মোড় চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, অনেকদিন থেকে তারা শুনে আসছেন যে ভারতের সঙ্গে তিস্তা নদীর পানির বণ্টন নিয়ে চুক্তি করা হবে কিন্তু, তা হচ্ছে না। শুধু প্রতিশ্রুতিই পাচ্ছেন তারা। দীর্ঘ সময় তিস্তা নদী খনন না করায় নদীর গতিপথ পরিবর্তিত হয়ে সমতলের সঙ্গে মিশে গেছে। এতে প্রতিবছর ভাঙ্গনে অনেক পরিবার নিঃস্ব হচ্ছেন। তাই তিস্তা খনন ও তীর সংরক্ষণ করা এখন সময়ের দাবি। তারা আরো বলেন, নদী খনন…