তুহিন ওয়াদুদ এর কলাম – নদীর প্রতি দায়িত্বশীল হব না?

রিভার বাংলা ডট কম ।। বাংলাদেশে নদীর সংখ্যা ক্রমাগত কমছে। সৈয়দ শামসুল হক ‘আমার পরিচয়’ কবিতায় লিখেছেন, ‘তেরশত নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে?’ এই তেরো শ নদী কোথায় গেছে আমরা কি তার সন্ধান করেছি? এখনো অবশিষ্ট নদীগুলো আমরা সংঘবদ্ধভাবে খেয়ে ফেলছি। আমাদের দেশ হচ্ছে নদীমাতৃক দেশ। অথচ পাঠ্যপুস্তকে এমন কোনো পাঠ নেই, যা শিক্ষার্থীদের নদীর প্রতি দায়িত্বশীল করে তুলবে। গত দুই বছরে রিভার ইন পিপল এবং একটি জাতীয় দৈনিকের যৌথ উদ্যোগে বাংলাদেশে প্রথমবারের মতো জাতীয় নদী অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে এই প্রতিযোগিতায় উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন স্থানে…