রাজেন্দ্র সিং। ভারতবর্ষে জলপুরুষ বলা হয় তাঁকে। তিনি ওয়ার্ল্ড ওয়াটার নোবেল পুরস্কার বিজয়ী।সম্প্রতি পশ্চিমবঙ্গে এসেছেন গঙ্গা সদ্ভাবনা যাত্রায় অংশ নিতে। তাঁর সঙ্গে কথোপকথনে উঠে এলো ভারতবর্ষের প্রধান নদী গঙ্গা ও নদী সম্পর্কিত নানা বিষয়। আলোচনায় ছিলেন পরিবেশ সাংবাদিক জয়ন্ত বসু এবং নদী ও পরিবেশ কর্মী শশাঙ্ক দেব। এছাড়াও ছিলেন গঙ্গা সম্ভাবনা যাত্রার সঙ্গী ড.স্নেহাল দন্ডে ও ড.সঞ্জয় সিং। উত্তরাখণ্ড থেকে যাত্রা শুরু করে ভারতবর্ষের এগারোটি রাজ্যে গঙ্গা সদ্ভাবনা যাত্রায় নদী কর্মীদের সঙ্গে সাক্ষাত করছেন জলপুরুষ রাজেন্দ্র সিং। মূলত যে দাবীগুলিকে তিনি সামনে আনছেন সেগুলি হলো গঙ্গার বুকে নির্মিত চারটি ড্যাম ভেঙে…