।। রিভার বাংলা ডট কম ।। দ্বিতীয়বার সন্ধ্যা নদী দেখেছিলাম প্রয়াত সম্পাদক গোলাম সারওয়ার, আমাদের প্রিয় সারওয়ার ভাইয়ের চোখে। তার জন্মদিনে, এপ্রিলের প্রথম দিন, সমকালেই আয়োজিত ঘরোয়া আয়োজনে সহকর্মীরা দু-এক মিনিটের আধা-আনুষ্ঠানিক শুভেচ্ছা জানিয়ে থাকি। সর্বশেষ জন্মদিনে ‘নদীময় শুভেচ্ছা’ জানিয়ে বললাম, যদি কখনও সময়-সুযোগ হয়, তাকে নিয়ে সন্ধ্যা নদী দেখতে যেতে চাই। তিনি হেসেছিলেন। আমি নিশ্চিত, আমাদের মধ্যে আরও কিছুদিন থাকলে নিয়েও যেতেন। তবে জন্মদিনের জনাকীর্ণ সেই অনুষ্ঠানে তার চোখে সন্ধ্যার ঝিলিক প্রথম দেখেছিলাম, এমন নয়। সন্ধ্যা নদী প্রথম যখন দেখি, তখনও বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব যায়নি। সরকারের জাটকা রক্ষা কর্মসূচির মূল্যায়নমূলক…