শেখ রোকন, বাংলাদেশের নদীসুরক্ষা আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। নদী ও পানি বিষয়ক নাগরিক সংগঠন ‘রিভারাইন পিপল’-এর প্রতিষ্ঠাতা ও মহাসচিব। পেশায় লেখক হলেও তাঁর সমস্ত মনযোগ নদ-নদীর উপর। দুই দশক ধরে লেখালেখি ও গবেষণা করছেন, নদ-নদী বিষয়ে। ইতিমধ্যে নদী বিষয়ে লিখেছেন বেশকয়েকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। এর অন্যতম হল- মেঘনা পাড়ের সংকট ও সংগ্রাম (২০০৬), নদী প্রসঙ্গ (২০০৭), নথিবদ্ধ বড়াল (২০১১), বিষয় নদী (২০১২), নদীচিন্তা (২০১৫)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এর বাইরে পানি-নদী-পরিবেশ বিষয়ে নিয়েছেন প্রাতিষ্ঠানিক পাঠ। এর অংশ হিসেবে ভারতের সিকিম বিশ্ববিদ্যালয় থেকে…