কিশোরগঞ্জের তাড়াইলে মৃতপ্রায় নরসুন্দা, ফুলেশ্বরী, সৃতি, বেতাই নদীর অবৈধ দখল উচ্ছেদ ও নাব্যতা ফিরিয়ে আনার জন্য খননের দাবীতে নদী বিষয়ক অনলাইন পত্রিকা রিভার বাংলা’র সহযোগী সংগঠন রিভার বাংলা নদীসভার উদ্যোগে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ বিকালে। সম্প্রতি ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও অকাল প্রয়াত নদী কর্মী ও কবি মীরন রশীদের আত্মার মাগফেরাত কামনা করে নদী সভার শুরু ১ম পর্ব শুরু হয়। তাড়াইল প্রেসক্লাবের সহসভাপতি উপন্যাসিক আবুল হাশেম এর সভাপতিত্বে নদীসভায় স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন রিভার বাংলা নদী সভা তাড়াইল শাখার আহবায়ক…