সাজ্জাদ হোসেন, নড়াইল ।। ছোট বড় প্রায় ১০ নদী ছোট্ট জেলা নড়াইলকে ঘিরে মাটিকে দিয়েছিল উর্বরতা। ১০ নদীর একটি হলো চিত্রা নদী। যেটি নড়াইল শহরের বুক চিরে প্রবাহিত। এক সময় এই চিত্রা এতই খরস্রোতা ছিল যে, এর ঘোড়াখালীর বাঁকে প্রায়ই নৌকাডুবি হতো। অভ্যন্তরীণ নৌ-যোগাযোগের ক্ষেত্রে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হিসেবে তখন চিত্রা নদীকে ব্যবহার করা হতো। অথচ লঞ্চ, স্টিমার, মাল বোঝাই নৌকা, আর বড় বড় জাহাজের অবিরাম বিচরণে মুখরিত থাকা সেই চিত্রা আজ নিথর নিস্তব্ধ। কারণ অবৈধ দখলদাররা প্রতিনিয়তই গ্রাস করছে চিত্রাকে। অভিযোগ অনুযায়ী, নাব্য হারিয়ে নড়াইলের ঐতিহ্যের ধারক চিত্রা…