1. উত্তর ও দক্ষিন ভারতের জলবিভাজিকা – বিন্ধ্য পর্বত ৷ 2. অলকনন্দা দেবপ্রয়াগের কাছে গঙ্গায় পড়েছে ৷ 3. গঙ্গার প্রধান উপনদী হল – যমুনা ৷ 4. সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে – সিন্-খা-বাব হিমবাহ থেকে ৷ 5. ব্রক্ষ্মপুত্র তিব্বতে – সাংপো নামে পরিচিত ৷ 6. রাজস্থানের মরু অঞ্চলের প্রধান নদীর নাম – লুনি ৷ 7. সুবর্ণরেখা নদীর গতিপথে – হুড্রু জলপ্রপাত অবস্থিত ৷ 8. কাবেরি নদীর গতিপথে শিবসমুদ্রম জলপ্রপাত সৃষ্টি হয়েছে ৷ 9. লোকটাক হ্রদ মণিপুরে অবস্থিত ৷ 10. আনাইসাগর হ্রদ থেকে লুনি নদীর সৃষ্টি হয়েছে ৷ 11. সরাবতি নদীর গতিপথে…