বাংলাদেশে কোনো নদীভাঙন থাকবে না। পটুয়াখালীর বাউফল উপজেলাসংলগ্ন তেঁতুলিয়া নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করতে এসে এ মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। প্রতিমন্ত্রী বলেন, একটা সময় ছিল যখন ইচ্ছা থাকলেও বাংলাদেশে টাকার জন্য কাজ করা যেত না। কিন্তু বাংলাদেশ সরকারের এখন টাকার অভাব নেই। তাই শুধু বাউফল নয়, পুরো বাংলাদেশেই কোনো নদীভাঙন থাকবে না। আর এসবই সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব ও দেশপ্রেমের কারণে। শনিবার [ ১৮ মে ২০১৯] দুপুর ১২টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত বাউফল উপজেলার ধূলিয়া, নুরাইনপুর, তালতলী ও নিমদী এলাকার ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন পানিসম্পদ…