পঞ্চগড়ে ১৫০ কোটি টাকা ব্যয়ে ৫টি নদীর ১৬৪ কি.মি. পুনঃখনন কাজ চলছে। গত বুধবার বিকেলে তেঁতুলিয়া উপজেলার ভেরসা এবং সকালে বোদা উপজেলার পাথরাজ নদীর খনন কাজ উদ্বোধনের মাধ্যমে এই প্রকল্পের কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন খনন কাজের উদ্বোধন করেন। সরকারের ডেল্টা প্ল্যান এর আওতায় এই প্রকল্পের আওতায় তেতুলিয়া উপজেলার ভেরসা নদীর ১০ কিলোমিটার, সদর উপজেলার চাওয়াই নদী ২০ কিলোমিটার, করতোয়া নদীর ৭৮ কিমি, দেবীগঞ্জ উপজেলার বুড়ি তিস্তার ২০ কিলোমিটার, বোদা উপজেলার পাথরাজ নদী ৩০ কিলোমিটার এবং আটোয়ারী উপজেলার বড়সিংগিয়া ৬ কিলোমিটার খাল খনন করা হবে।…