ইছামতী নদী : জবরদখলে নদীটির অস্তিত্বই সংকটে পড়েছে

মামুনুর রশীদ, ঢাকা ও কাজী সোহেল, নবাবগঞ্জ >> ঢাকার নবাবগঞ্জ সদরে ঢুকলেই ইছামতী দেখে বহতা নদীটির আগাগোড়া এক রকম মনে হতে পারে। তবে বাস্তবতা ভিন্ন। নদীর এই অংশটুকু খননের কারণে প্রবহমান থাকলেও বান্দুরা বাজার থেকে দৃশ্যপট আলাদা। দাউদপুর বাজার, বারুয়াখালী, শিকারীপাড়া ও জয়কৃষ্ণপুর হয়ে কাশিয়াখালী বেড়িবাঁধ পর্যন্ত নদী মৃতপ্রায়। জবরদখল ও কাশিয়াখালীতে বাঁধ দেওয়ায় নদীটির অস্তিত্বই সংকটে পড়েছে। গত ১২ আগস্ট কলাকোপা বাজার থেকে নদীতীর ঘেঁষে সড়কপথে গিয়ে দেখা গেল, বান্দুরা বাজার পর্যন্ত নদীর প্রবাহ মোটামুটি ঠিক আছে। দাউদপুর বাজার এলাকা থেকেই শুরু হয়েছে নদী দখলের প্রবণতা। দাউদপুর সেতুর পশ্চিম…