কলকাতা (দক্ষিণ দিনাজপুর) থেকেঃ জলের একটা কান্না আছে। সেটা অনুভব করতে হয়। আর ঠিক সেটাই অনুভব করেছিলেন শ্রীমতি নদী পাড়ের মানুষ। আর তাই তো নদী নিয়ে নাটক নির্মাণ করে ফেললেন বুনিয়াদপুরের অরণী নাট্য সংস্থা। ভারতের দক্ষিণ দিনাজপুরের এই নাট্যসংস্থাটির উদ্যোগে নদী বাঁচাও আন্দোলনেও নতুন দিক সূচিত হলো। বিশিষ্ট নাট্যকার তীর্থঙ্কর রায়ের “অন্তরে প্রস্তর প্রস্তরে অন্তর ” তাই আমাদেরই কান্নার কথা যা আমরা প্রতিনিয়ত শুনতে পাই শ্রীমতি নদীতে” বললেন নাটক টির নির্দেশক পবিত্র দাস। শ্রীমতি উত্তর ও দক্ষিণ দিনাজপুরের অন্যতম প্রধান নদী। সেই নদী এখন মৃতপ্রায়। নদীর বুকে চাষের জমি, কৃষক দের…