নদী রক্ষার গুরুত্ব বাড়ছে, শ্রীমতি তার অন্যতম উদাহরণ 

কলকাতা (দক্ষিণ দিনাজপুর) থেকে>> শ্রীমতি একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী নদী। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের অন্যতম প্রধান এই নদী দীর্ঘদিন ধরেই নানাবিধ সমস্যায় আক্রান্ত। বর্তমানে তা ভয়াবহ আকার ধারণ করেছে। আর তারই হারানো রূপ ফিরিয়ে দিতে বদ্ধপরিকর কালিয়াগঞ্জ নদী ও পরিবেশ বাঁচাও কমিটি। আর এর জন্য দীর্ঘদিন ধরে কখনও আলোচনা সভা, কখনও কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কার্তিক পালের সঙ্গে সমস্যাদীর্ণ নদী ব্ক্ষ পরিদর্শন, জেলাশাসক অরবিন্দ মিনার কাছে স্মারকলিপি প্রদান, নাগরিকদের সমবেত করার উদ্যোগ নিয়েছে কালিয়াগঞ্জ নদী ও পরিবেশ বাঁচাও কমিটি। সম্পাদক তপন চক্রবর্তী রিভার বাংলা ডট কমকে জানান শ্রীমতি নদী আমাদের সম্পদ…