জলপুরুষ রাজেন্দ্র জি। হ্যাঁ, আমি ওনাকে এভাবেই সন্বোধন করি। এত উঁচুদরের কিন্ত কি সহজ সরল মানুষ! থাকা – খাওয়ার কোন বাহুল্য নেই। কি করে বলতে পারছি এই কথা গুলো? কাছ থেকে দেখেছি যে! সম্প্রতি বালুরঘাটে একটি নদী- কর্মশালায় এসে রাজেন্দ্র সিং এসেছিলেন। তাই লিখতে গিয়ে আগে এসবই মনে পড়লো। রাজেন্দ্র সিং – ভারতবর্ষের জলপুরুষ হিসাবে যিনি পরিচিত। ওয়াটার নোবেল পুরষ্কার বিজেতা রাজেন্দ্র সিং এশিয়ার নোবেল হিসাবে পরিচিত ম্যাগসেসে পুরষ্কারেও সম্মানিত। পরিবেশের কাজ করতে করতেই রাজেন্দ্র সিং নামটার সাথে পরিচিত হই। তারপর তার কাজ এবং তরুন ভারত সংঘের সম্পর্কে অবহিত হই।…