নরসুন্দার জৌলুস উপল হাসান …………………………………………………………………………………………………………. বাঁশ পাতার পথটা পেরোলেই মনিপুর ব্রিজ…. তাকালেই আকাশে তারা’র মেলা ব্রিজের তলে বিধবার শুকনো ঠোঁটের মতোন নরসুন্দার বিষাদ… বিষন্ন নৌকায় ছেঁড়া জাল জেলেদের বিবর্ণ দিনের প্রতীক হয়ে ঝুলছে…. ছেলেবেলায় এখানেই দেখছি কত বেদেনীর নৌকা, বেদেনীর শাড়ি পরা, সর্পিল হাঁটা, সার্কাসের জীবন্ত হাতি- বাঘ-ভাল্লুক, স্কুল পালিয়ে কেটে যেত বেলা সেইতো আমার রুপকথার নরসুন্দা, একটুখানি বাঁক দিলেই মেলা বাজার দেশ বিদেশের কত সওদাগরি নৌকা ভিড়েছে, তামা…