আজ (শুক্রবার) কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় লেখক, সংগঠক আফজাল হোসেন আজম কে আহব্বায়ক করে “রিভার বাংলা নদী সভা” তাড়াইল শাখা কমিটি গঠন করা হয়েছে। সভায় সুধীজনদের প্রস্তাবে ১১ সদস্য বিশিষ্ট আহব্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের লক্ষ্যে শুক্রবার সকালে কিশোরগঞ্জের তাড়াইলে রিভার বাংলা নদী সভা অনুষ্ঠিত হয়। উক্ত নদী সভায় লেখক, সংগঠক, শিক্ষক, সমাজসেবকসহ নানা স্থরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আহব্বায়ক কমিটি (নিম্নরূপ):
১। আহব্বায়কঃ আফজাল হোসেন আজম। (লেখক, সংগঠক)
২। সদস্য সচিবঃ আঃ হাকিম অলি (শিক্ষক)
৩। সদস্যঃ মোঃ ছাইদুর রহমান (শিক্ষক)
৪। সদস্যঃ মোঃ মিজানুর রহমান (কবি, শিক্ষক)
৫। সদস্যঃ মোঃ ফজলুর রহমান (শিক্ষক, সমাজসেবক)
৬। সদস্যঃ শ্রী নিবাস চন্দ্র (শিক্ষক)
৭। সদস্যঃ মোঃ আতাউর রহমান (শিক্ষক)
৮। সদস্যঃ মোঃ রফিকুল ইসলাম (শিক্ষক)
৯। সদস্যঃ শ্রী রিপন ঘোঁষ (শিক্ষক)
১০।সদস্যঃ মনিরুজ্জামান মনির (আই,টি উদ্যোক্তা)
১১। সদস্যঃ শ্রী সন্জয় চন্দ্র (শিক্ষক)