নদীর জন্য জাগছে মানুষ

নদীকে ঘিরে সমস্যা যত প্রবল হচ্ছে তত মানুষও জোট বাঁধছে, জেগে উঠছে। শুধু আমাদের ভারতের পশ্চিমবঙ্গে নয়, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশেও নদী নিয়ে মানুষ কথা বলছে। ভারতের গঙ্গা কিংবা বাংলাদেশের বুড়িগঙ্গার পরিস্থিতি কি সেটা সবাই জানে। এপারের আত্রেয়ী কিংবা ওপারের আত্রাই, এ দিকের যমুনা কিংবা ওদিকের ছোট যমুনা এমন নদীর সংখ্যা অসংখ্য যারা বিপন্ন। দূষণ, দখল, নদীর নাব্যতা কমে যাওয়া, ভাঙ্গন, মাছ বৈচিত্র্য কমে যাওয়া, মৎস্যজীবীদের সঙ্কট, উঠে আসছে বিবিধ সমস্যা। তার সঙ্গেই এবার নদীকে ঘিরে সিন্ডিকেট রাজ মাথাচাড়া দিচ্ছে। এমন নয় যে এখনই হচ্ছে এসব। আগে থেকেই শুরু হয়েছে, এখন প্রবল আকার ধারণ করেছে।

এসবের মাঝেই বাংলাদেশের রাজধানী ঢাকা কিংবা পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় নদীকে ঘিরে চিন্তিত মানুষদের সংখ্যা বাড়ছে। অবশ্য শুধু কেন্দ্র নয় প্রান্তেও বাড়ছে এই উদ্বেগ। তাই বালুরঘাট হোক কিংবা রংপুর, কালিয়াগন্জ কিংবা জয়পুরহাট, নদীয়া হোক বা নওগাঁ নদী নিয়ে বাড়ছে চেতনা। প্রান্ত থেকেও এই চেতনার ঢেউ ছড়িয়ে পড়ছে কেন্দ্রে। তৈরি হচ্ছে আন্দোলন।

ভারতবর্ষের জলপুরুষ রাজেন্দ্র সিং যেমন গঙ্গা সদভাবনা যাত্রা আয়োজন করছেন। দিশারী সংকল্প, ন্যাফ, ন্যাস, কালিয়াগঞ্জ নদী ও পরিবেশ বাঁচাও কমিটি, সবুজ মঞ্চ রাজ্য নদী বাঁচাও কমিটি, ভারতবর্ষ ভিত্তিক নদী বাঁচাও জীবন বাঁচাও কমিটি, চাকদহ বিজ্ঞান সংস্থা, দক্ষিণবঙ্গ মৎস্যজীবী সংস্থা, ম.বিজ্ঞান দরবার, সাউথ এশিয়া নেটওয়ার্ক অন ড্যাম রিভার অ্যান্ড পিপল, ফরাক্কার নদী প্রেমী সংগঠন, এন এ পি এম ও অন্য নদী ও পরিবেশ ভিত্তিক সংগঠন গুলি যেমন জনমত তৈরী করছে তেমনি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশেও রিভারাইন পিপল, নদী সুরক্ষা মঞ্চ, বাপা, পবা, নদী বিষয়ক অনলাইন পত্রিকা “রিভার বাংলা”,  রিভার বাংলা নদী সভাসহ স্থানীয় বিভিন্ন পরিবেশবাদী সংগঠন নদী সুরক্ষায় গুরুত্বপূর্ণ কাজ করছে। তাই আশা জাগছে নদী বাঁচবে।বাঁচবে মানুষ।বাঁচবে পরিবেশ ও ভবিষ্যত।

আমাদের এখানকার রাজ্য নদী বাঁচাও কমিটি জড়ো করছে মানুষদের।নদী পারের মানুষ কে যুক্ত করার প্রক্রিয়া চলছে।মৎস্যজীবীদের ভয়ংকর অবস্থাকে সামনে আনা হচ্ছে।সরকারের সামনে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে চাপ সৃষ্টি হচ্ছে।বাংলাদেশে কিছুদিনের মধ্যে নির্বাচন হতে চলেছে।ভারত বর্ষেও নির্বাচন আসন্ন।ইস্যু হিসাবে উঠে আসছে নদী। যে কোন মূল্যে বেহাল নদীর হাল ফেরাতে হবে। জন প্রতিনিধি ও সরকারকে বাধ্য করতে হবে নদীবান্ধব পরিকল্পনা গ্রহণ করতে।

আরো পড়ুন…

ইরাবতী নদীর উপর বাঁধ দিচ্ছে ভারত

মৎস্যজীবীদের অধিকার সুনিশ্চিত হোক

সংশ্লিষ্ট বিষয়