।। রিভার বাংলা ডট কম ।।
কিশোরগঞ্জ জেলার নিকলীতে অবৈধ দখলদারদের কবল থেকে সরকারি খাল উদ্ধারের দাবিতে কৃষকরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
মঙ্গলবার সকালে উপজেলার ছেত্রা ঈদগাহে এ কর্মসূচি পালিত হয়।
ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে এলাকার কয়েকশ’ কৃষক অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন কৃষকরা।
স্থানীয়রা জানান, জামায়াত-শিবির নামধারী প্রভাবশালী একটি চক্র বেশ কয়েক বছর ধরে ছেত্রা ঈদগাহসংলগ্ন খালটি ভরাট করে দোকান পাট ও বসতবাড়ি নির্মাণ করে। এ ঘটনার প্রতিবাদ করলে ওই প্রভাবশালীরা মিথ্যা মামলা দিয়ে কৃষকদের হয়রানি করছে। এমনকি ভাড়াটে মাস্তান দিয়ে তাদের ওপর হামলা করছে বলেও তাদের অভিযোগ।
খালটি ভরাট করায় এলাকার প্রায় একশ’ একর ফসলি জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে লোকজন জানান। তারা অবৈধ দখলদারদের কবল থেকে দ্রুত খালটি উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ সময় বক্তব্য রাখেন নিকলী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবদুল হামিদ, ইউপি মেম্বার বদরুল আলম বকুল, সাবেক মেম্বার শাহ আলম, স্থানীয় বিএনপি নেতা আবদুল মান্নান প্রমুখ।
মানববন্ধন শেষে কয়েকশ’ কৃষক বিক্ষোভ মিছিল করেন।
সূত্র: দৈনিক আলোকিত বাংলাদেশ, বুধবার, আগস্ট ২৯, ২০১৮