দখল-দূষণে বিপর্যস্ত হয়ে পড়েছে কুড়িগ্রামের বুড়ি তিস্তা নদী

রিভার বাংলা ডট কম >>>

দখল-দূষণে বিপর্যস্ত হয়ে পড়েছে কুড়িগ্রামের বুড়ি তিস্তা নদী। এক সময়ের খরস্রোতা নদীটি এখন যেনো মরা খাল।

দখল হতে হতে থেমে গেছে নদীর  স্রোতধারা। ফলে বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। আবার শুকনো মৌসুমে পানি না পেয়ে বিপাকে নদী তীরের মৎস্য ও কৃষিজীবীরা। নদী বাঁচাতে কর্তৃপক্ষের সুনজর চান স্থানীয়রা।

বুড়িতিস্তা, একসময় এই জনপদের অস্তিত্ব বাঁচিয়েছে। অপরিকল্পিত বাঁধ আর দখলদারদের থাবায় নদী নিজেই এখন অস্তিত্ব সংকটে।

শুরুটা ছিল ১৯৮৮ সালে। বন্যার পর অপরিকল্পিতভাবে নদীর উৎসমুখে বাঁধ ও স্লুইসগেট নির্মাণ করায়  স্রোতধারা কমতে থাকে। আস্তে আস্তে এভাবেই দখল হয় নদীর দু’পার।  ব্যবসা প্রতিষ্ঠান, ঘর-বাড়িসহ গড়ে তোলা হয় নানা স্থাপনা।

নদী বাঁচাতে দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছে উলিপুরের মানুষ। নদী দখল মুক্ত করতে নানা কর্মসূচীও পালন করছেন স্থানীরা। তারপরও কাজের কাজ কিছুই হচ্ছে না।

অবশ্য পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, নদীটিকে আগের অবস্থায় ফেরাতে কল্প তৈরি ও জরিপের কাজ চলছে।

বুড়িতিস্তা নদী দখলমুক্ত করলে এলাকার জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি জলাবদ্ধতা দূও হবে বলে মনে করেন স্থানীয়রা।

একুশে টেলিভিশন : প্রকাশিত : ১২:২০ পিএম, ৮ আগস্ট ২০১৮ বুধবার

আরো পড়ুন….

চট্টগ্রামের মিঠাছড়া খাল এখন শুধুই স্মৃতি

সংশ্লিষ্ট বিষয়