নদীর খবর
গাফফার মাহমুদ
প্রতিদিন ছুটে যাই নদীর কাছে
সরল সখ্যতায় নদী শেখায় ভাঙাগড়া
গড়তে জানি ভাঙতে জানি নদীর মতো।
জলের স্রোত বইতে থাকে বুকের ভেতর
আমার খবর জানলো কবে অথই নদী
কোথায় গিয়ে মিলবে নদী জলের স্রোতে!
ঘরহারা ওই দু’কূল পাড়ের নদীর মানুষ
টগর জলে ভাসতে জানে ভাসাতে জানে
কূলহারাদের খবর জানে না কেউ নদী ছাড়া!
আরও পড়ুন…
বরাকর একটি নদীর নাম ।। অতনু রায়
গাঙ নিহন্তা ।। কপোতাক্ষী নূপুরমা সিঞ্চি
ধলেশ্বরী নদী: ভাঙ্গন রোধে এলাকাবাসীর উদ্যোগে নদীতে বালুর বস্তা নিক্ষেপ
