কিশোরগঞ্জে নরসুন্দা নদীতে যাত্রীবাহী নৌযান চালু, নদীর দখল-দূষণ বন্ধ ও নদী খননে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছে নদী বিষয়ক পত্রিকা রিভার বাংলা। শনিবার (১২ অক্টোবর) বিকালে জেলা শহরের হোটেল শেরাটন হল রুমে ‘নরসুন্দায় প্রাণ ফেরাতে আমাদের করণীয়’শীর্ষক আলোচনা সভায় আলোচকগণ এসব দাবি জানান। জেলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মু আ লতিফ এর সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সমাজকর্মী ড. দৌলতুন্নাহার খানম, কবি ও সঙ্গীত শিল্পী কফিল আহমেদ, অধ্যাপক কাজী করিম উল্লাহ নাদিম। অনুষ্ঠানে কী নোট পেপার উপস্থাপন করেন রিভার বাংলা সম্পাদক লেখক ও গবেষক ফয়সাল…