সব নদী গাছ ।। হরিৎ বন্দ্যোপাধ্যায়

কবিতা
সব নদী গাছ ।। হরিৎ বন্দ্যোপাধ্যায়

সবুজ দুপুরের পাশ দিয়ে যত নদী বয়ে গেছে
কোনো পান্থশালা থেকে তাদের ডাক আসে নি
বাসস্ট্যান্ড থেকে চেনা পথের বন্ধু
হাতনাড়া দিয়ে ঝড়ের পথে কথা বলে নি
যত উপনদী শাখানদী সব এক একটা গাছ
বাড়ির পাশ দিয়ে এলেও এখন হাতের নাগালের বাইরে
শাসকের ভোঁতা বইয়ে নদীর সংজ্ঞায়
আগামীর সারা মন আর্দ্র হয়ে উঠতে দেখে
পাঠ থেকে নদীনাম উঠে গেছে সব
ভুলে গেল প্রতি পথে জল দিয়ে মুখ দেখেছিল সে

জলের ভুল নামতায় মাটি তো মরুভূমি
নদীপথে ছাড়া বৃষ্টির গান কোথায়?

এখনও কেউ কেউ জলে জলে কথা বলে
নদীপথে উড়ে যায় সব পাখি
মাটি তার হারিয়েছে ডানা
সব ছেড়ে মাঝরাতে মুখোমুখি হয়েছে শাসক যখন
সব নদী হয়ে গেছে গাছ।


হরিৎ বন্দ্যোপাধ্যায়, কবি, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ।

আরও পড়তে পারেন……
কালী নদী, যেখানে ঋণী আমার শৈশব ।। মাসুম মাহমুদ
নদী কীর্তিনাশা ।। রুখসানা কাজল
কচানদী: নদীও নারীর মতো ।। মনি হায়দার

সংশ্লিষ্ট বিষয়