চট্টগ্রামের মিঠাছড়া খাল এখন শুধুই স্মৃতি

কাজী আলিম-উজ-জামান ও এইচ এম মনসুর আলী, হাটহাজারী (চট্টগ্রাম) থেকে >> কোথাও সমতল ভূমির সঙ্গে একাকার। আবার কোথাও শীর্ণকায় প্রবাহিত। লোকালয়ের মধ্য দিয়ে ছুটে চলা খালটির নাম মিঠাছড়া খাল। উত্তর চট্টগ্রামের শস্যভান্ডারের প্রাণ বলা হতো খালটিকে। কী ফলত না খালের দুই পাশের জনপদে? ইরি ধান ছাড়াও সবজির মধ্যে শসা, চিচিঙ্গা, ঢ্যাঁড়স, বরবটি, তিতকরলা, ধুন্দল, ঝিঙে ,বাঙি, তরমুজ—আরও কত কী! আজ সবই স্মৃতি। কৃষকেরা আজ কেউ শ্রমিক, কেউ দিনমজুর। একদিকে সীতাকুণ্ড, আরেক দিকে হাটহাজারী, মাঝে সৌদিপুরা পাহাড় থেকে উৎপত্তি মিঠাছড়া খালের। খালটির অস্তিত্ব দেখতে হাটহাজারী বাসস্ট্যান্ড সামনে রেখে ১১ মাইল এলাকার…