কিশোরগঞ্জের মৃতপ্রায় নরসুন্দা, ফুলেশ্বরী, সৃতি, বেতাইর নদীর অবৈধ দখল উচ্ছেদ ও নাব্যতা ফিরিয়ে আনার জন্য খননের দাবীতে নদী বিষয়ক অনলাইন পত্রিকা রিভার বাংলা’র সহযোগী সংগঠন রিভার বাংলা নদীসভার উদ্যোগে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রিভার বাংলা নদীসভা তাড়াইল শাখার আহ্বানে কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলায় আজ ২২ ফেব্রুয়ারি শুক্রবার বেলা ২ টায় উপজেলা প্রেসক্লাবে সভাটি অনুষ্টিত হবে। উক্ত অনুষ্ঠানে সচেতন নাগরিকমহল, শিক্ষক, মানবাধিকার কর্মী, কবি ও লেখক, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্হিতিত থাকবেন বলে জানা গিয়েছে। রিভার বাংলা নদীসভা তাড়াইল শাখার আহবায়ক কবি ও লেখক মো. আফজাল হোসেন আজম…