।। রিভার বাংলা রিপোর্ট ।।
অান্তর্জাতিক নদী দিবস-২০১৮ উপলক্ষে নদী বিষয়ক অনলাইন পত্রিকা “রিভার বাংলা ডট কম”এর আয়োজনে ও অনলাইন ম্যাগাজিন “নরসুন্দা ডট কম” এর সহযোগিতায় কিশোরগঞ্জ জেলা শহরে নদীর জন্য পদযাত্রার আয়োজন করা হয়েছে।
পদযাত্রাটি আগামী ২৩ সেপ্টেম্বর, রবিবার সকাল ১০.৩০ মিনিটে শহরের রঙমহল চত্তর থেকে শুরু হয়ে সরকারি গুরুদয়াল বিশ্ববিদ্যালয় কলেজ মুক্তমঞ্চপর্যন্ত যাবে।
উক্ত আয়োজনে নদী ও প্রকৃতিপ্রেমী সকলকে আমন্ত্রণ জানিয়ে এ আয়োজনের সমন্বয়ক তানভীর আহমেদ তুষার জানান, আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।প্রায় শতাধিক শিক্ষার্থীকে আমরা এই পদযাত্রায় আমন্ত্রণ জানিয়েছি।আমরা চাই আমাদের মতো তরুণরা নদী সুরক্ষার আন্দোলনে যুক্ত হোক।
এ বছর বিশ্ব নদী দিবসের বাংলাদেশ প্রতিপাদ্য ঘোষণা করা হয়েছে ‘নদী থেকে নির্বিচারে বালু উত্তোলন বন্ধ করো’।
বাংলাদেশের নদীরক্ষায় নিবেদিত কিছু পরিবেশবাদী সংগঠনের যৌথ উদ্যোগে এক সংবাদ সম্মেলন এই প্রতিপাদ্য ঘোষিত হয়।