“নদী দখলমুক্ত না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে“

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

ঢাকার চারপাশের চারটি নদী দখলমুক্ত না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত থাকবে। নদী দখলমুক্ত করার ক্ষেত্রে বাধাদানকারীদের পরিণতি হবে ভয়াবহ। শনিবার ঢাকার আবদুল্লাহপুরে তুরাগ নদ ও তীরভূমি থেকে বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এসব কথা বলেন। তিনি বলেন, বুড়িগঙ্গা দূষণের ফলে ঢাকা শহরের অনেক ঐতিহাসিক স্থাপনা বিদেশিদের দেখাতে পারি না। বুড়িগঙ্গাসহ ঢাকার চারপাশের নদীতীরে সীমানা পিলার, ওয়াকওয়ে ও ইকোপার্ক স্থাপনসহ সৌন্দর্যবর্ধন করা হবে। আগামী ১০ বছরের মধ্যে বুড়িগঙ্গাকে ব্যবহারোপযোগী নদী হিসেবে উপহার দিতে পারব। খালিদ মাহমুদ চৌধুরী বলেন, নদী দখল ও দূষণমুক্ত রাখতে সরকারের পাশাপাশি জনসচেতনতা প্রয়োজন। দখলবাজরা অনেক…