সুনামগঞ্জে সুরমার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত

সুনামগঞ্জে

সীমান্তের ওপার থেকে আসা পাহাড়ি ঢল, আর গত কয়েক দিনের টানা বর্ষণে সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদসীমার ৬৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জ পৌরসভার নিম্নাঞ্চলের তেঘরিয়া, সাববাড়ির ঘাট,বড়পাড়া,মল্লিকপুর,ওয়েজখালী,নবীনগর,ষোলঘরসহ বেশ কিছু নদী তীরবর্তী অঞ্চলের আবাসিক এলাকা প্লাবিত হয়েছে। শহরের জামতলা, আরপিননগর, পশ্চিমবাজার, পশ্চিম নুতনপাড়া, শন্তিবাগসহ বেশ কিছু আবাসিক এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। শুক্রবার বাংলা ট্রিবিউন এর এক প্রতিবেদনের মাধ্যমে এ তথ্য জানা যায়। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকেৌশলী আবু বকর সিদ্দীক ভুইয়া জানান, সুরমা নদীর পানি বিপদ সীমার ৬৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ৪১৫ মিলিমিটার বৃষ্টিপাত…