গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদের অংশগ্রহণকারী দলগুলোকে তাদের ইশতেহারে করা নদী সুরক্ষার অঙ্গীকার বাস্তবায়নের আহ্বান জানিয়েছে নদী নিরাপত্তা বিষয়ক সামাজিক সংগঠন নোঙর।
আজ শুক্রবার (৪ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে সংগঠনটি এ আহ্বান জানায়।
মানববন্ধনে নোঙরের সভাপতি সুমন শামস বলেন, একদিকে উজানে সীমান্তের ওপারে বাঁধ তৈরি করে একতরফা পানি সরিয়ে নেওয়ার ফলে বাংলাদেশের নদীগুলোতে দেখা দিয়েছে পানি সংকট। অন্যদিকে দেশের মধ্যে অতিরিক্ত পলি জমে নদীগুলো ভরাট হয়ে যাচ্ছে। এছাড়া নানা ধরনের শিল্প বর্জ্যের দূষণে নদীর প্রাণবৈচিত্র্যও এখন হুমকির মুখে। পাশাপাশি কিছু স্বার্থন্বেষী মহল রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধভাবে নদী ভরাট ও বালু উত্তোলন করে নদীগুলোকে ধ্বংস করছে।
তিনি আরো বলেন, নদী সংরক্ষণে আইনের তেমন ব্যবহার নেই বলে দুর্বৃত্তরা নদীর তলদেশ পর্যন্ত দখল করে নিচ্ছে। নদী সংরক্ষণের যে আইন আছে তা সঠিকভাবে প্রয়োগ না করার কারণে এবং কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না আনায় দখলদারিত্ব বেড়ে যাচ্ছে।
মানববন্ধনে নদী ও প্রকৃতি বিষয়ক একাধিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।