আজ বিশ্ব নদী দিবস

আজ বিশ্ব নদী দিবস ২০২৩।  প্রতি বছর সেপ্টেম্বর মাসের চতুর্থ রবিবার নদী রক্ষায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে বিশ্ব নদী দিবস পালন করা হয়ে থাকে। দিবসটি পালনের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে নদী রক্ষায় সচেতন করা।

পৃথিবীর ১০০টিরও বেশি দেশ দিবসটি পালন করে। এ বছরের বিশ্ব নদী দিবস ২৪ সেপ্টেম্বর (রবিবার) সারা বিশ্বে একযোগে উদ্‌যাপিত হচ্ছে। নদীমাতৃক বাংলাদেশে নদী ও মানুষের জীবনের অবিচ্ছেদ্যতার অংশ হিসেবে আমাদের মৃতপ্রায় নদীগুলিকে নিয়েও পরিবেশবাদীসহ সাধারণ মানুষের উদ্বেগ লক্ষ করা যায়। নদী সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতিবছর বাংলাদেশেও দিবসটি পালিত হয়ে আসছে।

বিশ্বের নদী রক্ষার তৎপরতার অংশ হিসেবে ১৯৮০ সাল থেকে প্রতিবছর সেপ্টেম্বর মাস থেকে বিশ্ব নদী দিবস হিসেবে পালন করতে শুরু করে কানাডার ব্রিটিশ কলম্বিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি। যার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল বিসি রিভারস ডে পালনের মধ্য দিয়ে। ১৯৮০ সালে কানাডার খ্যাতনামা নদীবিষয়ক আইনজীবী মার্ক অ্যাঞ্জেলো দিনটি ‘নদী দিবস’ হিসেবে পালনের উদ্যোগ নিয়েছিলেন। বিসি রিভারস ডে পালনের সাফল্যের হাত ধরেই তা আন্তর্জাতিক রূপ পায়। ২০০৫ সালে জাতিসংঘ নদী রক্ষায় জনসচেতনতা তৈরি করতে ‘জীবনের জন্য জল দশক’ ঘোষণা করে। সে সময়ই জাতিসংঘ দিবসটি অনুসমর্থন করে। এর পর থেকেই জাতিসংঘের বিভিন্ন সহযোগী সংস্থা দিবসটি পালন করছে, যা দিনদিন বিস্তৃত হচ্ছে। বাংলাদেশে ২০১০ সাল থেকে এ দিবস পালিত হয়ে আসছে।

বিশ্ব নদী দিবস-২০২৩ উপলক্ষে গতকাল ২৩ সেপ্টেম্বর, শনিবার সকাল দশটায় ঢাকার আগারগাঁও-এ অবস্থিত পর্যটন ভবনে শৈলপ্রপাত অডিটরিয়ামে “নদীর অধিকার” বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা)’র উদ্যেগে ইউএসএআইডি’র সহায়তায় অনুষ্ঠানটির যৌথ আয়োজনে ছিলো বাংলাদেশ নাগরিক আন্দোলন, বাংলাদেশ রিভার ফাউন্ডেশন, রিভার এন্ড ডেল্টা রিসার্চ সেন্টার (আরডিআরসি), বাংলাদেশ নদী পরিব্রাজক দল, ন্যাচার কনজার্ভেশন ম্যানেজমেন্ট, নদী অধিকার মঞ্চ, রিভার বাংলা, পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন ফাউন্ডেশন, সেন্টার ফর ট্যুরিজম স্টাডি, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি ও নোঙর ট্রাস্ট। আজও ঢাকাসহ সারাদেশে নদীকেন্দ্রিক নানা আয়োজন রয়েছে।

নিউজে ব্যবহৃত ছবি : কথাসাহিত্যিক আনিসুল হক এর জলরংয়ে আঁকা ছবি।

আরও পড়ুন.. নদী রক্ষায় হটলাইন চালু রাখতে হবে : সৈয়দা রিজওয়ানা হাসান

সংশ্লিষ্ট বিষয়