ইবি রিভারাইন পিপল’র আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত

।। রিভার বাংলা ডট কম ।।

‘পদ্মার গ্রাস থেকে শিলাইদহের কুঠিবাড়ি রক্ষা করো’ স্লোগানে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রিভারাইন পিপল’র আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১২টায় কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ি রক্ষা বাঁধ ও কুমারখালির কালোয়া গ্রামের খাঁপাড়া ভাঙ্গন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় রিভারাইন পিপল’র উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, সংগঠনের আহবায়ক ও বাংলা বিভাগের অধ্যাপক ড. রবিউল হোসেন, সদস্য সচিব ও পরিসংখ্যান বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আলতাফ হোসেন রাসেল, পরিবেশ বিজ্ঞান ও ভূগোলবিদ্যা বিভাগের প্রভাষক ইফাত আরা  চৈতি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ওবাইদুল হক, ইবি চলচ্চিত্র সংসদের সভাপতি গৌতম কে শুভসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী।

খাঁপাড়া ভাঙ্গন এলাকায় মানববন্ধনের পর স্থানীয় জনগনকে সচেতন করার লক্ষ্যে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভা শেষে পদ্মার ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ স্থানীয় জনগণ তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন রিভারাইন পিপল’র নেতৃবৃন্দদের কাছে।

আরো পড়তে পারেন…

ধলেশ্বরী নদী : দখল-দূষণে আজ বিপন্ন

সিলেটের প্রাণ সুরমা নদীকে খুবলে খাচ্ছে বালুখেকোরা

সংশ্লিষ্ট বিষয়