নদী রক্ষায় গণআন্দোলন সৃষ্টির লক্ষে রংপুরে নদী চিত্রপ্রদর্শনী

দেশের নদ- নদীগুলোর অবস্থা তুলে ধরে তা রক্ষায় গণআন্দোলন সৃষ্টির লক্ষ্যে প্রথমবারের মতো নদী চিত্রপ্রদর্শনী হয়েছে রংপুরে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কৃষ্ণচূড়া সড়কের দু’পাশে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদের তোলা দেড়শ’ আলোকচিত্র স্থান পেয়েছে এ প্রদর্শনীতে।

এতে নদী দখল, দূষণ, নদীতে ফসল ফলানো, নদী ক্রমে নালায় পরিণত হওয়াসহ নানান করুণ চিত্র ফুটে উঠেছে

২৩ অক্টোবর, মঙ্গলবার সকালে মোবাইল ফোনে উদ্বোধনী বক্তব্য দিয়ে প্রদর্শনীটির উদ্বোধন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার।

বক্তব্য দিচ্ছেন এমবি আখতার, অক্সফাম ইন বাংলাদেশের কর্মসূচি পরিচালক। মঞ্চে উপস্থিত জাতীয় নদীরক্ষা কমিশনের চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, দুই সদস্য মোহাম্মদ আলাউদ্দিন ও মনিরুজ্জামান, রংপুর জেলা প্রশাসক এনামুল হাবীব । ছবি সংগ্রহ

রিভারইন পিপলের সেক্রেটারি জেনারেল শেখ রোকনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় নদী রক্ষা কমিশনের সদস্য মো. আলাউদ্দিন, মো. মনিরুজ্জামান, অক্সফাম ইন বাংলাদেশ-এর কর্মসূচি পরিচালক এম বি আখতার, পলিসি অ্যাডভোকেসি ক্যাম্পেইন অ্যান্ড কমিউনিকেশন ম্যানেজার এস এম মনজুর রশীদ, প্রকল্প সমন্বয়ক, জলশাসনের এনামুল মজিদ খান সিদ্দিকী, গণউন্নয়ন কেন্দ্র গাইবান্ধার প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান এম আব্দুস্‌ সালাম, ফটো সংবাদিক ও প্রামাণ্যচিত্র নির্মাতা ফিরোজ চৌধুরী, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক আলতাফ হোসেন ও রিভারাইন পিপলের পরিচালক মোহাম্মদ এজাজ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক ও রিভারাইন পিপল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক উমর ফারুক।

এমন ব্যক্তিক্রমী চিত্র প্রদর্শনী দেখতে সকাল থেকেই ভিড় জমান বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন বয়সী সাধারণ মানুষ। অনেক বাবা-মা সন্তানদের এ অঞ্চলের নদী দেখাতে নিয়ে আসেন চিত্রপ্রদর্শনীতে। অজানা সব নদীর নাম ও অবস্থা জানেন তারা।

কথা বলছেন- রিভারইন পিপলের সেক্রেটারি জেনারেল শেখ রোকন । ছবি: সংগ্রহ।

নদী চিত্রপ্রদর্শনীর আয়োজক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ বলেন, ‘বাংলাদেশের রয়েছে সহস্রাধিক নদ-নদী। আমি মানুষের কাছে নদীর চিত্রের মাধ্যমে দেখাতে চাই যে, নদীর সংখ্যা কম নয় এ অঞ্চলে। নিজ নিজ জেলার নদীগুলোর নাম মানুষ জানবে এবং নদীর ভয়াবহ চিত্র দেখার পর সবাই একজোট হয়ে নদী বাঁচাতে একটি গণআন্দোলন তৈরি করবে। আমাদের দেশের নদীগুলো রক্ষা হবে তখনই।’
জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার বলেন, ‘আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে রংপুর বিভাগের সব নদীর বর্তমান চিত্র উঠে এসেছে। নদীগুলো বাঁচাতে আমাদের পদক্ষেপ গ্রহণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এসব তথ্যচিত্র। নদী নিয়ে আমাদের সুদূরপ্রসারী চিন্তা রয়েছে।’

সংশ্লিষ্ট বিষয়