সুনামগঞ্জে সুরমার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত

সুনামগঞ্জে

সীমান্তের ওপার থেকে আসা পাহাড়ি ঢল, আর গত কয়েক দিনের টানা বর্ষণে সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদসীমার ৬৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জ পৌরসভার নিম্নাঞ্চলের তেঘরিয়া, সাববাড়ির ঘাট,বড়পাড়া,মল্লিকপুর,ওয়েজখালী,নবীনগর,ষোলঘরসহ বেশ কিছু নদী তীরবর্তী অঞ্চলের আবাসিক এলাকা প্লাবিত হয়েছে। শহরের জামতলা, আরপিননগর, পশ্চিমবাজার, পশ্চিম নুতনপাড়া, শন্তিবাগসহ বেশ কিছু আবাসিক এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। শুক্রবার বাংলা ট্রিবিউন এর এক প্রতিবেদনের মাধ্যমে এ তথ্য জানা যায়।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকেৌশলী আবু বকর সিদ্দীক ভুইয়া জানান, সুরমা নদীর পানি বিপদ সীমার ৬৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ৪১৫ মিলিমিটার বৃষ্টিপাত রের্কড করেছে পানি উন্নয়ন বোর্ড। প্রতি ঘণ্টায় সুরমা নদীর পানি গড়ে ৮ সেন্টিমিটার করে বাড়ছে। নদীতে পানি বৃদ্ধিও কারণে হাওর এলাকার নদ-নদীগুলোতেও পানি অস্বভাবিকভাবে বাড়ছে। এছাড়া তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকার হাটবাজারগুলো পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত হয়েছে। ছবি সূত্র: বাংলা ট্রিবিউন।

আরো পড়তে পারেন….

নদীকে রক্ষা করা বর্তমান সরকারের চ্যালেঞ্জ: নৌপরিবহন প্রতিমন্ত্রী

“নদী দখলমুক্ত না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে“

হায় ইছামতি!

সংশ্লিষ্ট বিষয়