হবিগঞ্জে খোয়াই নদী বাঁচাতে অভিযান : ৮৪ স্থাপনা উচ্ছেদ

হবিগঞ্জে খোয়াই নদী বাঁচাতে অভিযান : ৮৪ স্থাপনা উচ্ছেদ

হবিগঞ্জে খোয়াই নদীর শহর প্রতিরক্ষা বাঁধের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। শনিবার  (৩০ মার্চ-২০১৯) অভিযানের প্রথম দিনে ৮৪টি ছোট-বড় স্থাপনা উচ্ছেদ করা হয়। জানা গেছে, হবিগঞ্জ খোয়াই নদীর শহর প্রতিরক্ষা বাঁধের ওপর অসংখ্য অবৈধ স্থাপনা গড়ে উঠেছে বেশ কয়েক বছরে। এ স্থাপনাগুলো উচ্ছেদের জন্য নানা সময় দাবি জানিয়ে আসছিলেন এলাকাবাসী ও পরিবেশবাদীরা। পাশাপাশি জেলা আইনশৃঙ্খলা সমন্বয় সভাতেও এ উচ্ছেদের দাবি ওঠে। এর পরিপ্রেক্ষিতে জেলা পানি উন্নয়ন বোর্ড অবৈধ স্থাপনার পরিসংখ্যান তৈরি করে। পানি উন্নয়ন বোর্ড জেলা প্রশাসনের সহযোগিতায় শনিবার বেলা…