‘গাজীপুরের নদ-নদী ও জলাশয় সংরক্ষণ’ বিষয়ে ভার্চুয়াল গোলটেবিল বৈঠক কাল

গাজীপুরে

এক সময়কার বিল-ঝিল ও নদ-নদীতে পরিপূর্ণ এবং ঘন জঙ্গলে ঘেরা ভাওয়াল পরগণাই আজকের গাজীপুর। যা জলজ ও স্থলজ জীববৈচিত্র্যের শৌর্যে বীর্যে সমৃদ্ধ ছিল। জল আর বনের আধিক্য গাজীপুরের সুস্থ প্রকৃতি ও সমৃদ্ধ জীববৈচিত্র্য আঙ্গুল দিয়ে দেখিয়ে দিত। কিন্তু অপরিকল্পিত শিল্পায়ন ও নগরায়নের কারনে সুস্থ প্রকৃতির সকল অনুসঙ্গ আজ প্রায় হারাতে বসেছে। গাজীপুরের রয়েছে শত শত বছরের নিজস্ব ঐতিহ্য ও ইতিহাস। গাজীপুর একটি ঐতিহাসিক জনপদ। ৫টি প্রশাসনিক থানা, ৪৪টি ইউনিয়ন, ১১৬২টি মৌজা ও ১১৪৬টি গ্রাম সমন্বয়ে এক হাজার আটশ দশমিক চার সাত বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট নবসৃষ্ট একটি জেলা। ১৯৮৪ সালের…