‘১৩শত নদী শুধায় আমাকে’

১৩শত নদী

বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ৬৪ জেলায় আয়োজন করা হয়েছে ‘১৩শত নদী শুধায় আমাকে’ শীর্ষক নদীকেন্দ্রিক সাংস্কৃতিক অনুষ্ঠান। ১ নভেম্বর থেকে শুরু হওয়া এই আয়োজন দেশজুড়ে মাসব্যপী চলবে । এরই অংশ হিসেবে গত বুধবার [৪ ডিসেম্বর, ২০১৯] কিশোরগঞ্জের নরসুন্দা নদীর পাড়ে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। ছবি : জিয়াউল বাতেন, সদস্য- রিভার বাংলা নদীসভা, কিশোরগঞ্জ জেলা কমিটি। আরো পড়তে পারেন…. হালদা নদীতে ভেসে উঠল মৃত ডলফিন ১৩০০ কোটি টাকা ব্যায়ে নদী ড্রেজিং রিভার বাংলা ডটকম

হালদা নদীতে ভেসে উঠল মৃত ডলফিন

হালদা নদীতে

চট্টগ্রামের হালদা নদীতে ভেসে উঠল মৃত ডলফিন। বৃহস্পতিবার [০৫ ডিসেম্বর ২০১৯ ] বিকেল চারটার দিকে দক্ষিণ মাদার্শা ইউনিয়ন আকবরিয়া এলাকায় নদী থেকে ডলফিনটি উদ্ধার করে এলাকাবাসী।সূত্র: প্রথম আলো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনজুরুল কিবরিয়া বলেন, মৃত ডলফিনটি নদীতে ভাসতে দেখে এলাকাবাসী হালদা রিভার রিচার্স সেন্টারের কর্মচারী মুন্নাকে ফোনে ঘটনাটি জানায়। পরে এলাকাবাসীর সহযোগিতায় ডলফিনটিকে নদী থেকে উদ্ধার করে তীরে আনা হয়। ডলফিনটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে নদীতে চলাচল করা বালুবাহী নৌযান বা ইঞ্জিনচালিত নৌকার প্রপেলারের (পানির নিচে থাকা ইঞ্জিনের সঙ্গে যুক্ত পাখা) আঘাতে ডলফিনটির মৃত্যু হয়েছে। …