রৌমারীতে নদীভাঙন রোধের দাবিতে মানববন্ধন

রৌমারীতে নদীভাঙন

রৌমারীতে নদীভাঙন রোধের দাবিতে মানববন্ধন করেছে জিঞ্জিরাম নদী সুরক্ষা কমিটি। মঙ্গলবার কুড়িগ্রামের রৌমারী উপজেলার বকবান্ধা ব্যাপারিপাড়ায় জিঞ্জিরাম নদীর পাড়ে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার সাত শতাধিক মানুষ অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য দেন নদী সুরক্ষা কমিটির নেতা মহীউদ্দিন মহির, ইউপি সদস্য আবু সাঈদ, রৌমারী মহিলা কলেজের শিক্ষক আব্দুস সামাদ খান, বকবান্ধা হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুর রহমান, ট্রোসা প্রকল্পের প্রতিনিধি খায়রন্নেসা সরকার প্রমুখ। স্থানীয় বকবান্ধা হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুর রহমান বলেন, ‘আমি যে স্কুলে চাকরি করি সেটা একবার ভেঙেছে। আবারও ভাঙনের মুখে। আমি এ অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানসহ বসতি রক্ষায় অনতিবিলম্বে কার্যকর উদ্যোগ গ্রহণ…

নদী আঘাত পেলে আমাদের জীবনের ওপরেও ব্যথা আসবে : পরিকল্পনামন্ত্রী 

নদী আঘাত

খাল-বিল, নদী-নালা ইজারা না দিয়ে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রাখার পক্ষে অবস্থান জানিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ইজারা না দেওয়া আমি পুরোপুরি সমর্থন করি। বুধবার ঢাকার ফার্মগেইটে জাতীয় নদী রক্ষা অধিদপ্তরের সম্মেলন কক্ষে ‘নদীর উন্নয়নে পরিকল্পনা ও সংশ্লিষ্ট সংস্থার দায়-দায়িত্ব’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে ইজারার বিপক্ষে অবস্থান জানান তিনি। পরিকল্পনামন্ত্রী বলেন, নদী আঘাত পেলে আমাদের জীবনের ওপরেও ব্যথা আসবে। সেজন্য নদীর সঙ্গে আমাদের তাল মিলিয়ে চলতে হবে। নদীর ক্ষতি করলে বা তার ওপর আঘাত আসলে তা নিজেদের ওপরই আসে। যাই করি না কেন, নদী নিজেকে ঠিকই বাঁচাবে। পরিবেশ ঠিকই নিজেকে…