জীবন- জীবিকার জন্য ইছামতি নদীর সংস্কার জরুরী 

জীবন

পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ মিলে ইছামতির সংখ্যা চারের অধিক। সেই সব ইছামতি নিয়ে বিস্তারিত আখ্যান একদিন শোনাবো।আপাতত বলছি, দক্ষিণ দিনাজপুরের ইছামতি নিয়ে। পতিরাম, গোবিন্দপুর, পিরোজপুর, অমৃতপুর, মোমিনপুরসহ কুমারগঞ্জের ব্লকের বাসিন্দাদের জীবন-জীবিকার জন্য চাইছি আন্ত: সীমান্ত নদী ইছামতির সংস্কার। ইতিমধ্যেই ইছামতি নদীর সংস্কারের বিষয়ে দেখা করেছি কুমারগঞ্জ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবদত্ত চক্রবর্তীর সাথে। যোগাযোগ করছি জেলা প্রশাসনের সঙ্গেও। ইছামতি নদী সংস্কারের দাবীতে স্থানীয় নদী- পরিবেশ কর্মী জুলিয়াস হাসান চৌধুরী বলেন ইছামতিকে ঘিরে প্রচুর মানুষ জীবিকা নির্বাহ করতো।মৎস্যজীবী ও কৃষিজীবীরা নির্ভর করতো এই নদীর উপর।এই নদীর সংস্কার চাই। নদী পাড়ের বাসিন্দা কৃষক…