মেঘনার ভাঙন থেকে রক্ষা পেতে বিশেষ নামাজ আদায়

লক্ষ্মীপুর : মেঘনার অব্যাহত ভাঙন থেকে রক্ষা পেতে কমলনগরে বিশেষ নামাজ আদায় ও দোয়া করা হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার লুধুয়া ঈদগাহ এলাকায় নদীর তীরে এ দোয়া করা হয়।

কমলনগর-রামগতি বাঁচাও মঞ্চ আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক লোক অংশ নেন। অব্যাহত ভাঙন থেকে রক্ষা পেতে দুই রাকাত বিশেষ নামাজ আদায় শেষে মাওলানা মো. ইসমাইল হোসেন বিশেষ দোয়া করেন। এ সময় নদীভাঙনে সর্বহারা মানুষেরা আল্লাহর দরবারে আহাজারি করে এ থেকে মুক্তি কামনা করেন।

জানা যায়, গত এক সপ্তাহ ধরে যেভাবে ভাঙন চলছে তা আগে কখনো দেখেনি এ অঞ্চলের মানুষ। শুধু বৃহস্পতিবারই লুধুয়া এলাকায় শত বছরের একটি মসজিদ, একটি কমিউনিটি ক্লিনিক, একটি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারসহ বহু স্থাপনা বিলীন হয়ে গেছে।

স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়ে আসলেও কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না। এ বিষয়ে সরকারের জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন কমলনগরের সব শ্রেণি-পেশার মানুষ। সূত্র: জাগো নিউজ।

আরো পড়তে পারেন…

কমলনগরে মেঘনাগর্ভে কমিউনিটি ক্লিনিক

নিরন্তর এর অয়োজনে ‘ফিরে চলো নদীর টানে’ শীর্ষক আলোচনা

সংশ্লিষ্ট বিষয়