নদী সম্পর্কে এতটা উদাসীন কি করে হতে পারি আমরা?

নদীর কাছে এসো

আমরা নাকি নদীর সন্তান! নদী আমাদের মা। নদীমাতৃক তো বলাই হয়।এটাও বলা হয়, নদী আমাদের জীবন। আর সেটা সঠিকই বলা হয়। কেননা নদী বিভিন্ন ভাবেই আমাদের জীবন ও জীবিকার সাথে সম্পৃক্ত। তাই নদীর জন্য কিছু করা প্রয়োজন। একথা উপলব্ধি করে পরিবেশপ্রেমী সংস্থা দিশারী সংকল্প এবছর থেকেই “নদীর কাছে এসো” কার্যসূচী শুরু করেছে। কখনও আত্রেয়ী, কখনও টাংগন নদীর পারে নদীর জন্য ভাবনা নিয়ে জড়ো হয়েছিল কখনও ছাত্রীরা, কখনও নাট্যকর্মীরা । আর গতকাল [২৮ নভেম্বর] আত্রেয়ী নদীর পাড়ে হেমন্তের বিকেলে খোলা আকাশকে সঙ্গী করে সমবেত হয়েছিলেন কবি সাহিত্যিক প্রাবন্ধিকগণ।এছাড়াও ছিলেন পরিবেশ সচেতন…