কারখানার বিষাক্ত গ্যাস শীতলক্ষ্যায়, মরে যাচ্ছে মাছসহ জলজ প্রাণী!

কারখানার বিষাক্ত গ্যাস শীতলক্ষ্যায়, মরে যাচ্ছে মাছসহ  জলজ প্রাণী!

নরসিংদীর পলাশ উপজেলায় অবস্থিত ঘোড়াশাল ও পলাশ ইউরিয়া সার কারখানার বিষাক্ত অ্যামোনিয়া গ্যাসের প্রভাবে শীতলক্ষ্যা নদীর বিভিন্ন প্রজাতির মাছ ও জলজ প্রাণী মরে ভেসে উঠেছে। মঙ্গলবার মধ্য রাত থেকে এসব মাছ ও জলজ প্রাণী মরে নদীর প্রায় তিন কিলোমিটার জুড়ে ভেসে ওঠে। বুধবার ভোর থেকে স্থানীয়রা নদী থেকে এসব মাছ সংগ্রহ করে। স্থানীয়রা জানান, কয়েকদিন পরপর সার কারখানার বিষাক্ত গ্যাস নদীতে ছাড়া হয়। এসব বিষাক্ত গ্যাসের প্রভাবে নদীর বিভিন্ন প্রজাতির মাছসহ জলজ প্রাণী মরে ভেসে উঠছে। মঙ্গলবার মধ্য রাতে অতিমাত্রায় অ্যামোনিয়া গ্যাস নদীতে ছাড়ার ফলে নদীর অনেক মাছ মরে ভেসে…