জলবায়ু পরিবর্তন : সঙ্কটে নদীর মাছ ও মৎস্যজীবী

জলবায়ু

বিশ্বজুড়ে উষ্ণায়নের করাল গ্রাসে পরিবেশ ও বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বিষয়ে এখন আর কারো কোন সন্দেহ নেই। তুন্দ্রা জলবায়ুর সঙ্গে সম্পর্কযুক্ত বাস্তুতন্ত্র হোক বা ক্রান্তীয়। হ্যাবিট্যাট লসের ঘটনাও ঘটছে পৃথিবী জুড়ে। নদীর জলেও তার প্রভাব পড়েছে। সমস্যাতে পড়ছে নদীর জলে থাকা মাছেরা। আত্রেয়ী নদীতে আগের তুলনায় মাছের সংখ্যা কমে যাওয়ার অন্যতম কারণ হিসাবে উঠে এল এমনটাই। আত্রেয়ী নদী দক্ষিণ দিনাজপুরের প্রধান নদী। তার মাছের সংখ্যা ও বৈচিত্র্য দুটোই কমছে। নদী পাড়ের মানুষ ও মৎস্যজীবীদের সচেতনতা নিয়ে, বর্তমান পরিস্থিতি নিয়ে সরব পরিবেশ প্রেমী সংগঠন দিশারী সংকল্প। বিভিন্ন ভাবেই তারা মাছ কমে…