নদী ‘জীবন্ত সত্তা’ : হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

হাইকোর্টের ঐতিহাসিক রায় : তুরাগ নদীকে ‘লিগ্যাল পারসন’ বলে ঘোষণা

নদীকে ‘জীবন্ত সত্তা’ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ রায় প্রকাশিত হয়। এর আগে রায় প্রদানকারী বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ ওই রায়ে স্বাক্ষর করেন। আদালত রায়ে বলেছেন, মানুষের জীবন-জীবিকা নদীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। মানবজাতি টিকে থাকার অন্যতম মাধ্যম হচ্ছে নদী। নাব্য সংকট ও বেদখলের হাত থেকে নদী রক্ষা করা না গেলে বাংলাদেশ তথা মানবজাতি সংকটে পড়তে বাধ্য। ‘নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারতসহ বিভিন্ন দেশের সরকার আইন প্রণয়ন করে নদীকে বেদখলের হাত থেকে রক্ষার চেষ্টা করছে। নদী রক্ষায়…

কিশোরগঞ্জের প্রাণ প্রবাহ নরসুন্দাকে বাঁচাতে আসুন সবাই ঐকবদ্ধ হই

কিশোরগঞ্জের

মানুষের মত নদীরও বেঁচে থাকার অধিকার রয়েছে। নদীর কেউ কোনো ক্ষতি করতে পারে না, ভরাট করতে পারে না, দখল করার কোনো এখতিয়ার কারো নেই। নদী তার স্বাভাবিক গতিতে প্রবাহিত হবে। আদালতও এর স্বীকৃতি দিয়েছেন। এটাই স্বাভাবিক এবং প্রকৃতির নিয়ম। কিন্তু মানুষ এর ব্যত্যয় ঘটাচ্ছে, নদীর সঙ্গে অন্যায় অচরণ করা হচ্ছে, যা মানুষের আচরণের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। নদীমাতৃক বাংলাদেশে নদীকে হত্যা করার একটা মহোৎসব চলছে। এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে যে এখন বাংলার সেই চেনারূপ, কলকল রবে নিরবধি বয়ে যাওয়ার রূপময়তা প্রায় নিঃশেষ। নদী নেই সর্বত্র নদীর লাশ বিদ্যমান। এ এক…