বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে কাল ধরা’র সংবাদ সম্মেলন

আগামীকাল ৩ ফেব্রুয়ারি, ২০২৪ শনিবার সকাল ১১টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বিশ্ব জলাভূমি দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে “বাংলাদেশের নদ-নদী রক্ষায় প্রতিবন্ধকতা : প্রেক্ষিত সোনাই” শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে পরিবেশ বিষয়ক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা- ধরা।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করবেন ‘ধরা’র কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সহ-আহ্বায়ক ও ব্রতীর প্রধান নির্বাহী শারমীন মুরশিদ। জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ও ‘ধরা’র উপদেষ্টা কমিটির সদস্য ড. মুজিবুর রহমান হাওলাদার দেশের নদীর দূষণ, দখল ও অন্যান্য প্রতিবন্ধকতা নিরসনে করনীয় সম্পর্কে মূল্যবান বক্তব্য রাখবেন। অনুষ্ঠানে সোনাই নদী সংরক্ষণে প্রতিবন্ধকতা সম্পর্কে প্রতিবেদন উপস্থাপন করবেন ‘ধরা’র কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল।

সংবাদ সম্মেলনের ব্যনার । ইমেজ সূত্র: ধরা

এছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের টেম্পল ইউনিভার্সিটির অধ্যাপক ও ‘ধরা’র উপদেষ্টা কমিটির সদস্য ড. জিয়াউদ্দিন আহমেদ, এমডি, এফএএসএন, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের বেসরকারি উপদেষ্ঠা ও ‘ধরা’র কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সহ- আহ্বায়ক এম এস সিদ্দিকী, সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট গোলাম সোবহান চৌধুরী, জলবায়ু বিশেষজ্ঞ মনির হোসেন চৌধুরী, রিভার বাংলার সম্পাদক ফয়সাল আহমেদ, নিরাপদ ডেভলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবনুল সাইদ রানা ও চুনতি রক্ষায় আমরা’র সমন্বয়ক সানজিদা রহমান সহ অন্যান্য পরিবেশকর্মীবৃন্দ।

আগামীকাল ০৩ তারিখ সকাল ১১:০০ ঘটিকায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠিতব্য এই সংবাদ সম্মেলনে সংবাদমাধ্যমের একজন রিপোর্টার ও আলোকচিত্রী/ক্যামেরাম্যান বিশেষভাবে আমন্ত্রিত।

আরও পড়ুন..

কক্সবাজারের পরিবেশগত সংকট নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

চুনতি রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে : শরীফ জামিল

সংশ্লিষ্ট বিষয়